সোমবার তেলেঙ্গানার রাজ্যপাল ও পুদুচেরির গভর্নরের পদ থেকে ইস্তফা দিলেন তামিলিসাই সৌন্দরারাজন। সূত্রের খবর, তামিলনাড়ুর প্রাক্তন এই বিজেপি সভাপতি এই রাজ্য থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজেপির হয়ে।
সোমবার সকালে দিল্লিতে ইস্তফাপত্র জমা দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।
তেলেঙ্গানা রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল তথা পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ডঃ শ্রীমতী তামিলিসাই সৌন্দরারাজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে’।
এদিকে, সূত্রের খবর লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় সৌন্দরারাজনের নাম থাকতে পারে। সূত্রের খবর, উত্তর তামিলনাড়ু, পুদুচেরি বা চেন্নাই দক্ষিণ আসন থেকে ভোটে লড়তে পারেন তিনি।
General Election 2024
পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, ভোটে লড়তে পারেন বিজেপির টিকিটে
×
Comments :0