গত ৯ আগস্ট আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নারকীয় বর্বরতার শিকার হয় নিহত পিজিটি তরুণী চিকিৎসক। ঘটনা ঘটেছে প্রায় দু'মাস হতে চলেছে। তবুও ধর্ষণ ও খুনের বিচার এখনও মেলেনি। বিচার চাইছেন গোটা রাজ্যের মানুষ। বিচার চেয়ে শারদ উৎসবের চার দিন ষষ্ঠী থেকে দশমী ধর্নায় বসবেন বলে জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যরা। বাড়ির সামনেই বাঁধা হয়েছে ধর্ণা মঞ্চ। তবে ষষ্ঠী থেকে নয় মঙ্গলবার পঞ্চমীর সন্ধ্যা থেকে নিজেদের বাড়ির সামনে মঞ্চ তৈরি করে অবস্থানে বসলেন নির্যাতিতার বাবা- মা। শারদোৎসবের দিনগুলিতে বিচারের দাবি করে অবস্থানে বসার কথা তাঁরা আগেই ঘোষণা করেছিলেন। অবস্থানরত মা বাবার সাথে দেখা করে মঙ্গলবার কথা বলেন, চিকিৎসক আন্দোলনের অন্যতম নেতা ডা: তমোনাস চৌধুরী সহ সিনিয়র ডাক্তাররা। নিহত চিকিৎসকের উদ্যোগে তিন বছর ধরে নিজেদের বাড়িতে দুর্গা পুজো হয়ে আসছিল। এবছর সেই বাড়ি শারদ উৎসবের সময় থাকবে অন্ধকারে। রাজ্য দেশ এবং দেশের বাইরেও "জাস্টিস ফর আরজি কর" দাবি করে আন্দোলন ছড়িয়ে পড়ার ফলে শোকাহত থেকেও নিহত চিকিৎসকের বাবা মা এবং পরিবারের সদস্যরা এখন সুখকে সংগ্রামের পরিণত করেছেন। বিচারের দাবি আদায়ের সংগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বারবার সমর্থন জানিয়েছেন তাঁরা। সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নারকীয় ও বর্বরোচিতভাবে তাদের কন্যাকে খুন করার পরে তথ্য প্রমাণ নষ্ট করার যে অপরাধ সামনে চলে এসেছে বিচারের দাবি পাশাপাশি সেই অপরাধীদেরও শাস্তির দাবিতে আন্দোলনের পথে তাঁরা। নির্যাতিতা নিহত চিকিৎসকের বাবা- মা জানিয়েছেন অবস্থান মঞ্চে থাকবেন কেবলমাত্র পরিবারের সদস্যরাই।
Family of Rg Kar Victim
অবস্থানে বসলেন নির্যাতিতার বাবা-মা
×
Comments :0