Fishermen Missing

নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি

রাজ্য

সরকারি নিষেধাজ্ঞা জারি সত্বেও বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন গোপাল মন্ডল (৪৬) নামে এক মৎস্যজীবী। তাঁর খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী। নিখোঁজ ওই মৎস্যজীবীর বাড়ি বাসন্তীর ঝড়খালিতে। 
জানা গেছে, কুলতলির সানকিজাহান থেকে শুক্রবার ট্রলার নিয়ে ১৫ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। শনিবার কেঁদোদ্বীপের কাছে সমুদ্রে মাছ ধরার সময় উত্তাল ঢেউয়ের ধাক্কায় ওই ট্রলার থেকে ৪ জন মৎস্যজীবী ছিটকে পড়েন। তাঁদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ওই মৎস্যজীবী। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে মাছ ধরতে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্বেও ওই মৎস্যজীবীরা কেন সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এ বিষয়ে প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে বলে সোমবার ডায়মন্ডহারবারের এক মৎস্য আধিকারিক জানিয়েছেন।  
এদিকে কাকদ্বীপ মৎস্যজীবী সমিতির সম্পাদক বিজন মাইতি জানান, নিখোঁজ ওই মৎস্যজীবীর এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। তাঁর খোঁজে উপকূল রক্ষী বাহিনী সমুদ্রে তল্লাশি করছে।

Comments :0

Login to leave a comment