Mahestala Blast

মহেশতলায় সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ, আহত ৫

রাজ্য

অনিল কুণ্ডু: মহেশতলা
মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে মহেশতলা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপালপুর সরকার পাড়া এলাকায়। আহতদের মধ্যে ২ জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি জখম ৩ জনকে বেহালায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকাল প্রায় ৭ টা নাগাদ আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানলা ভেঙেছে। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে পড়েন‌। ঘটনাস্থলে এরপর দ্বিতীয় বিস্ফোরণ হয়। এরফলে বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্তত ৫ জন জখম হয়েছেন। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ও বেহালায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের শরীরের অনেকাংশই ঝলসে গিয়েছে। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর আসেন। দমকলের ৩ টি ইঞ্জিন ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে সিইএসসির কর্মীরা আসেন। ওই এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Comments :0

Login to leave a comment