ISRAEL PALESTINE CONFLICT

হানিয়ের হত্যা প্রভাব ফেলবে শান্তি প্রক্রিয়ায়: বাইডেন

আন্তর্জাতিক

Israel Gaza Bombing west bank bengali news

ইরানের রাজধানী তেহেরানে বুধবার খুন হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে। শুক্রবার সেই সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, ‘‘হানিয়ের হত্যা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাকে সাহায্য করবে না।’’

হানিয়ে’কে হত্যার জন্য সরাসরি ইজরায়েলকে কাঠগড়ায় তুলেছে ইরান এবং তাদের সহযোগীরা। যদিও ইজরায়েলের তরফে দায় স্বীকার করা হয়নি। হামাসের শীর্ষতম নেতৃত্ব হিসেবে হানিয়ে কাতারের নিরাপদ আশ্রয় থেকে যুদ্ধবিরতির বৈঠকে নিয়মিত অংশ নিচ্ছিলেন। 

শুক্রবার আমেরিকার রাষ্ট্রপতি বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আমি বিশেষ ভাবে চিন্তিত। আমাদের কাছে যুদ্ধবিরতির সঙ্গত প্রেক্ষাপট রয়েছে। হামাস এবং ইজরায়েলের উচিত সেই লক্ষ্যে অগ্রসর হওয়া।’’

তারই মাঝে তিনি বলেছেন, ‘‘হানিয়ের হত্যা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাকে সাহায্য করবে না।’’

সম্প্রতি হামাস এবং ইজরায়েলের মধ্যে ঘুরপথে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে বলে গুঞ্জন। যদিও চলতি সপ্তাহের গোড়ায় হামাস এবং ইজরায়েলের তরফে শান্তি প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একে অপরকে দোষারোপ করা হয়। হামাসের বক্তব্য ছিল, ইজরায়েল শান্তি চুক্তিতে নতুন শর্ত আরোপ করেছে, আর নেতানিয়াহু প্রশাসনের দাবি ছিল হামাস ২৯টি নতুন শর্ত চাপিয়েছে বৈঠকে।  

৭ অক্টোবর থেকে বিরামহীন ভাবে সংঘর্ষ চলছে গাজায়। অবরুদ্ধ ভূখন্ডের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সংঘর্ষে ৩৯ হাজার ৪৮০জন প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন। 

Comments :0

Login to leave a comment