Migrant Worker Death

ছত্তিশগড়ে মৃত্যু কালনার পরিযায়ী মৃৎশিল্পীর

জেলা

ছত্তিশগড়ে কালনা শহরের একজন পরিযায়ী শিল্পীর রহস্যজনক মৃত্যু হয়। মৃতের নাম আনন্দ দত্ত(৫১)। কালনা শহরের জাপট পাড়ার বাসিন্দা। মৃতের ছেলে অমলেন্দু দত্ত জানিয়েছেন, ‘‘সাড়ে তিন মাস আগে তাঁর বাবা গ্রামের অন্যদের সঙ্গে ছত্তিশগড়ে মাটির মূর্তি তৈরীর কাজ করতে যান। মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ আমাদের সঙ্গে তাঁর  কথা হয় ফোনে। কিন্তু তার কিছুক্ষণ পরেই বাবার সাথীরা ফোন করে জানান বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিছুক্ষণ পরেই ফের ফোন করে তারা বলেন তোমার বাবার মৃত্যু হয়েছে। তারপরেই তড়িঘড়ি সেখানকার মালিক মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেয়। বুধবার মাঝ রাতে বাবার মৃতদেহ কালনা শহরে এসে পৌঁছায়।’’
ছেলের অভিযোগ মৃতদেহের সংশ্লিষ্ট কোন কাগজপত্র ছিল না, একটা সাদা কাগজে শুধু ফোন নম্বার ও ২০১৬ সালের একটি ইসিজি রিপোর্ট ছিল। বৈধ কাগজপত্র না থাকায় মৃত্যু নিয়ে সন্দেহ দানা বাঁধে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কালনা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

Comments :0

Login to leave a comment