Monsoon

পুজোয় বৃষ্টির সম্ভবনা

জেলা কলকাতা

শারদোৎসবে বিপত্তি ঘটাতে পারে বৃষ্টি। জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। মহালয়ার পরের দিনই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। নতুন করে বঙ্গোপসাগরে নি্মচাপের পূর্বাভাষ দিয়েছে আলিপুর। 
পুজো শুরু হতে আর মাত্র বাকি এক সপ্তাহ। এমনিতেই উৎসবে শামিল হওবা না হওয়া নিয়ে শাসক এবং সাধারণ মানুষের মধ্যে চলছে চাপানউতর। এই পরি্থিতিতে তাহলে কি সত্যিই মাটি হয়ে যাবে পুজো?আবহাওয়া াফিস বলছে ভারী বৃষ্টির সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ আবারও নিম্নচাপের দেখা মিলেছে গাঙ্গেয় উপকূলে, যার জেরে পুজোয় বৃষ্টিতে ভাসতে পারে কলকতাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। 
অন্যদিকে, জানা গেছে বাংলাদেশের ওপর তৈরি হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়াচ্ছে সে। যার জেরে আগামীকাল থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

Comments :0

Login to leave a comment