রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট।
রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অরিন্দম বিশ্বাস। বাগদা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস। মানিকতলায় সিপিআই(এম) প্রার্থী রাজীব মজুমদার।
এই তিন কেন্দ্রের পাশাপাশি রায়গঞ্জেও হবে উপনির্বাচন। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ১০ জুলাই।
BY-ELECTION LEFT FRONT
উপনির্বাচনী প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
×
Comments :0