Elephant Attack

আলিপুরদুয়ারে হাতির হামলায় মৃত এক

জেলা

শনিবার ভোররাতে সুপারি কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। এদিন সকালে প্রৌঢ়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের নাম সিরি লোহার(৫৮)। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে জলদাপাড়া জঙ্গল লাগোয়া আলিপুদুয়ারের শালকুমার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিধাবাড়ি গ্রামে। 
স্থানীয় সুত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিনও সুপারি কুড়োতে জঙ্গলে গিয়েছিলেন সিরি লোহার। সেই সময় হাতি আক্রমণ করে। সেখানেই পিষে দেয় বুনো হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরি লোহারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী এবং পুলিশ।  
 

Comments :0

Login to leave a comment