Gas Leak

করণদিঘীতে গ্যাস লিক করে অসুস্থ বহু

রাজ্য জেলা

সোনা গলানোর কাজ চলাকালীন গ্যাস লিক করে বহু মানুষ অসুস্থ। আহতদের করণদিঘী হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬ নাগাত ঘটনাটা ঘটেছে করণদিঘি থানার বাজারগাও গ্রাম পঞ্চায়েতের খুদুরগাছি গ্রামে। 
সুত্রে জানা গেছে, খুদুরগাছি গ্রামের বাজারে একটা সোনার দোকান আছে। সোনার দোকানে সোনা গলানোর কাজ চলাকালীন গ্যাস লিক করে। শোকেসের সামনে হটাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। সন্ধার জমাজমাট বাজারে হৈচৈ শুরু হয়। আশেপাশের দোকান বাড়ি থেকে ভীড় জমতে থাকে। গ্যাসের ঝলকানিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। স্থানীয় মানুষের তৎপরতায় গ্রাম থেকে করণদিঘী হাসপাতালে ৫০ জন অসুস্থদের আনা হয়। গুরুতর অসুস্থ ৩৮ জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন ডিওয়াইএফআই কর্মীরা। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে পৌছেছেন সারাভারত কৃষক সভার জেলা সম্পাদক সুরজিত কর্মকার, সিপিআই(এম) নেতা উত্তম পাল সহ ছাত্র যুব কর্মীরা।

Comments :0

Login to leave a comment