RG Kar

নির্যাতিতাকে শহীদের মর্যাদা রামপুরহাটের চিকিৎসকদের, বসল প্রতীকী মূর্তি

রাজ্য কলকাতা

ধর্মতলায় চিকিৎসকদের মহাসমাবেশ। ছবি দিলীপ সেন।

জুনিয়র ডাক্তারদের গণ কনভেনশনে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী বুধবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি বসল। হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনে বসানো হয় মূর্তিটি। যন্ত্রণা সেই সঙ্গে প্রতিবাদের বার্তা  ফুটিয়ে তোলা হয়েছে আবক্ষ মূর্তিটিতে। বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী অসিত সাঁই।
অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিহত তরুণী চিকিৎসককে শহিদের মর্যাদা দিলেন চিকিৎসকদের একাংশ। আরজি কর হাসপাতালে কর্মরত তরুনী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে গণসম্মেলনের আয়োজন করেছিলেন চিকিৎসক সংগঠন। বীরভূমের রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং রাজ্য জুনিয়র ডাক্তার ফেডারেশনের ডাকা সেই সম্মেলনে আরজি করের নির্যাতিতাকে শহিদের মর্যাদা দেওয়া হয়। ওই সম্মেলনে হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও অংশ গ্রহণ করেন।
সম্মেলন উদ্ধোধন করেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক গৌরাঙ্গ প্রারামানিক। তিনি বলেন,‘‘আর জি করের মৃত মহিলা ট্রেনি চিকিৎসকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সারা দেশ ও বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। অভয়া আপসকামিদের কাছে মাথানত করেননি। এই জন্যই তাঁকে খুন হতে হয়েছে। তাঁর মৃত্যু সমগ্র দেশ ও জাতিকে প্রতিবাদী করে তুলেছে। তাই আমরা আমাদের সাথী বোনকে শহীদের মর্যাদা দিলাম। সরকারের মুখাপেক্ষী আমরা থাকতে চাইনা। আমরা চিকিৎসক সম্প্রদায় তাঁকে শহীদের মর্যাদায় ভূষিত করলাম।’’
সম্মেলনে বক্তব্য রাখেন রামপুরহাট মেডিক্যাল কলেজের ইন্টার্ন সাহাবাজ শেখ প্রমূখ। তিনি বলেন, ‘‘অভয়ার ন্যায় বিচার সহ পাঁচ দফা দাবিতে আমাদের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের দাবি রাজ্যে সমস্ত মেডিক্যাল কলেজের থ্রেট কালচার বন্ধ করতে হবে এবং বাস্তু ঘুঘুর বাসা ভাঙ্গতে হবে। মেডিক্যাল কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরে আনতে হবে। সম্মেলনে অনেক সিনিয়র চিকৎসক আমাদের দিশা দেখিয়েছেন। তাদের দেখানো পথেই আমরা আন্দোলন চালিয়ে যাব।’’ 

Comments :0

Login to leave a comment