BJP THREAT TRIPURA

‘প্রার্থী হওয়ার দিবাস্বপ্ন দেখবেন না’, ত্রিপুরায় মাইকে হুমকি বিজেপি’র

জাতীয়

গাড়িতে মাইক বেঁধে প্রকাশ্য রাস্তায় এভাবেই হুমকি দিচ্ছে বিজেপি।

‘‘সিপিএম-কংগ্রেসকে বলছি, প্রার্থী হওয়ার দিবাস্বপ্ন দেখবেন না। যদি দেখে থাকেন তা’হলে সেই স্বপ্নকে এখনই গলা ঘুটে মেরে ফেলুন।’’
পঞ্চায়েত নির্বাচনের আগে ত্রিপুরায় সরাসরি মাইক নিয়ে চলছে হুমকি। বিজেপি যে আইনের তোয়াক্কা না করেই চলবে, স্পষ্ট বোঝাচ্ছে এমন একের পর এক ঘটনা (দেখুন ভিডিও)। 


সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটি বলেছে, ‘‘দশ থেকে বারোটি গাড়ি ভরে ধর্মনগর বিধানসভার শাকাইবাড়ি, বরুয়াকান্দি, চন্দ্রপুর, রাঘনা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে বিজেপি দুর্বৃত্তরা।’’
২৯ জুনের ঘটনার বিশদ জানিয়ে বলা হয়েছে, ‘‘প্রকাশ্যে মাইকে ঘোষণা দিচ্ছে, পঞ্চায়েত নির্বাচনে সিপিআই(এম) এবং কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন যেন কেউ না দেখে। কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে পরিণাম ভীষণ খারাপ হবে। বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী এবং কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এই দুর্বৃত্তরা।’’
সোশাল মিডিয়ায় পোস্টে বিজেপি’র এমন কীর্তিকলাপের কড়া নিন্দা করেছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি। সোশাল মিডিয়ায় পোস্টে বলা হয়েছে, ‘‘বিজেপি’র প্রকাশ্য এবং চড়া হুমকি, এই হুমকি গণতান্ত্রিক ব্যবস্থাকেই।’’
ত্রিপুরায় বিজেপি’র দুর্বৃত্ত হামলার একের পর এক ঘটনা সামনে এসেছে গত কয়েক বছর। প্রধান লক্ষ্য সিপিআই(এম)। অন্য বামপন্থী শক্তি এবং বিরোধীদেরও পড়তে হচ্ছে আক্রমণের মুখে। নির্বাচনে হুমকি-হামলার একাধিক ঘটনায় কড়া প্রতিবাদও জানিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস। রাজ্য বা কেন্দ্রের নির্বাচন কমিশন যদিও চোখ বুঁজেই রয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে তুলনাও চলে আসছে এমন একের পর এক ঘটনায়। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির পোস্টে জানানো হয়েছে, ‘‘ বিজেপি নেতা সুব্র রুদ্রপালের নেতৃত্বে এই বাহিনী ধর্মনগর এবং উত্তর ত্রিপুরা জেলায় গ্রামে গ্রামে ঘুরে এমন হুমকি দিচ্ছে।’’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবারও ঘটনার বিশদ জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারকে। ত্রিপুরায় অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

 

 

Comments :0

Login to leave a comment