18th Loksabha

সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ ইন্ডিয়া’র, নিট কটাক্ষ ধর্মেন্দ্রকে

জাতীয়

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই সরকারের ওপর চাপ তৈরি করতে শুরু করলো ‘ইন্ডিয়া’। এদিন নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা সাংসদ হিসাবে শপথ নেন। তারা যখন শপথ বাক্য পাঠ করছেন প্রোটেম স্পিকারের কাছে তখন নতুন সংসদ ভবনের বাইরে সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া মঞ্চের সাংসদরা। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী ছিলেন সেই বিক্ষোভে।

নেট এবং নিট দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা দেশ। সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী যখন সাংসদ হিসাবে শপথ নিচ্ছেন তখন তার দিকে ধেয়ে আসে কটাক্ষ। ভবনের ভিতরে থাকা বিরোধী সাংসদরা ‘নিট, নিট’ বলে স্লোগান দিতে থাকেন। তারই মধ্যে শপথ নেন প্রধান। 

কে সুরেশকে প্রোটেম স্পিকার না কে বিজেপি সাংসদ মহাতবকে করা হয়েছে প্রোটেম স্পিকার যা নিয়ে সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। 

Comments :0

Login to leave a comment