Priyanka Gandhi

সাক্ষী মালিকদের সাথে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী

জাতীয়

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার দেখা করলেন কুস্তিগির সাক্ষী মালিকের সাথে। তিনি তাকে জানিয়েছেন ন্যায়বিচারের জন্য তার লড়াইয়ে তিনি থাকবেন।
প্রিয়াঙ্কা গান্ধী মালিকের বাসভবনে পৌঁছে তার সাথে এবং অন্যান্য কুস্তিগীরদের সাথে দেখা করেন।
ন্যায়বিচারের লড়াইয়ে মালিককে তার সমর্থনের আশ্বাস দিয়ে তিনি আরও বলেছিলেন যে, ‘মহিলা ক্রীড়াবিদ, যারা সারা বিশ্বের সামনে দেশের মুখ উজ্জ্বল করেছেন তারা  বিজেপি সাংসদ এবং তৎকালীন ডব্লিউএফআই প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংকে যৌন হয়রানির অভিযোগ এনেছেন, কিন্তু বিজেপি সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো প্রতিবাদ করায় তারা নানা ভাবে নির্যাতনের শিকার হয়েছেন।’
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘‘বিজেপি এখনও অভিযুক্তের পাশে দাঁড়িয়েছে এবং তাকে সব উপায়ে পুরস্কৃত করছে। দেশের মহিলারা এই নৃশংসতা দেখছেন।’’
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, বিজেপির নিন্দা করে বলেছেন, ‘‘বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের মতো খেলোয়াড়দের অপমান শুধু তাদেরই নয়, সমগ্র দেশের জন্য অপমান।’’
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। ব্রিজভূষণের অনুগামীই কেবল নয়, আরএসএস’র ঘনিষ্ঠ বলেই বারাণসীতে পরিচিত তিনি। নির্বাচনের পরই সরে দাঁড়ান সাক্ষী। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার সময় সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। 
সাক্ষী মালিক বলেছেন, ক্রুড়ামন্ত্রী অনুরাগ ঠাকুকে অনুরোধ করেছিলাম মহিলা সভাপতি করুন। মহিলাদের হেনস্তা কমতে পারে তাতে। সভাপতি তো দূর পুরো কমিটিতে কোনও মহিলা নেই। 
আন্তর্জাতিক স্তরে ভারতের হয়েই পদক জিতেছেন বজরঙ, সাক্ষীরা। তাঁদের দাবির মুখে ব্রিজভূষণের ছেলে এবং জামাতা ভোট থেকে সরে দাঁড়ান বলে খবর। কিন্তু নিয়ন্ত্রণ কায়েম রাখা হয়েছে ব্রিজভূষণেরই ঘনিষ্ঠকে দাঁড় করিয়ে। সাক্ষী যদিও বলেছেন, ‘‘লাড়াই থেমে থাকবে না। নতুন প্রজন্মকেও যোগ দিতে হবে লড়াইয়ে।’’

Comments :0

Login to leave a comment