SSC Scam

নিয়োগ দুর্নীতিতে নিয়ে জলপাইগুড়িতে ছাত্র, যুব, শিক্ষকদের বিক্ষোভ

জেলা

২২ এপ্রিল ২০২৪ হাইকোর্টের ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতে,রাজ্য সরকারের অপদার্থতায় যোগ্য শিক্ষক শিক্ষকর্মীরাও এক বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন। যোগ্যদের পুনর্বহাল করার দাবিতে ও দুর্নীতিতে যুক্ত সকলের শাস্তির দাবিতে আজ বেলা ১২টায় পি ডাবলু ডি মোড়ে জমায়েত করে ডি. এই. অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এ বি পি এ, এ বি টি এ, ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে এ বি পি টি এ -র জেলা সম্পাদক বিপ্লব ঝা জানান নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির সমস্ত দায় এস এস সি সহ শিক্ষা দফতর এবং রাজ্যের মন্ত্রী সভাকে নিতে হবে।  রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে সঠিক তথ্য মহামান্য আদালতের সামনে হাজির করতেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের জন্য যোগ্য শিক্ষক এবং শিক্ষা কর্মীদের এই  অনিশ্চয়তা এবং সামাজিক অসম্মানের সম্মুখীন হতে হচ্ছে, আমরা দাবী করছি অবিলম্বে যোগ্য শিক্ষক এবং শিক্ষা কর্মীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে কোন ব্রেকআপ সার্ভিস ছাড়াই,  দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে এবং তাদের স্থানে বঞ্চিত যোগ্য প্রার্থীদের বহাল করতে হবে, এই দুর্নীতির সাথে যুক্ত সকলকেই যথাযথ শাস্তি প্রদান করতে হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন  এ বি পি টি এ -র জেলা সম্পাদক বিপ্লব ঝা এ বি টি এ-র নেতৃত্ব কৌশিক গোস্বামী, যুব নেতা শুভায়ু পাল, প্রার্থী দেবরাজ বর্মন ছাত্র নেতা পঞ্চম ঘোষ প্রমুখ। কর্মসূচি তে ডি আই অফিসের ভেতরে  মিছিল করতে গেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিল আটকানো হলে অপ্রিতিকর পরিস্থিতি তৈরী হয়। শেষমেষ মিছিল না করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন সরকারের চুরির দায় শিক্ষকরা নেবে না স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন অনশনে বসে আছেন গোটা শিক্ষা দপ্তর জেলে।অবিলম্বে নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Comments :0

Login to leave a comment