Rahul Gandhi

আমরা আমাদের কথা বলে যাবো : রাহুল গান্ধী

জাতীয়

রাহুলের বক্তব্যের ‘হিন্দু’ অংশ বাদ গেলো লোকসভার রেকর্ড থেকে। মঙ্গলবার এই প্রসঙ্গে রাহুলকে লোকসভার বাইরে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মোদী জামানায় সত্যের কন্ঠরোধ করা হয়। তারা যতই কন্ঠরোধ করার চেষ্টা করুক আমরা আমাদের কথা বলে যাবো।’’

সোমবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনা করতে উঠে বলেন, ‘‘হিন্দু ধর্ম সহিষ্ণুতার কথা বলে। বিজেপি নিজেদের হিন্দু বলে কিন্তু তারা সব সময় হিংসার কথা বলে।’’ পাল্টা প্রধানমন্ত্রী বলেন, ‘‘হিন্দু সমাজকে অসহিষ্ণু বলা অপরাধ।’’ রাহুল পাল্টা বলেন, ‘‘আরএসএস, বিজেপিকে বলা মানে হিন্দু সমাজকে বলা নয়।’’

এখানেই শেষ নয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নির্দেশে মতো লোকসভার কার্যবিবরনী থেকে বাদ গিয়েছে আদানি এবং অগ্নিবীর প্রসঙ্গে রাহুলের বক্তব্য। 

সোমবার বিরোধী দলনেতা বলেন, ‘‘অগ্নিবীরের নাম করে দেশের যুবকদের মৃত্যুর মুখে দাঁড় করানো হচ্ছে তাদের শহীদের সম্মান দেওয়া হয় না, ক্ষতিপুরন দেওয়া হয় না।’’

রাজনাথ সিং বলেন, রাহুল মিথ্যা বলছেন। শাহ বলেন, এই কথার প্রমান দিতে হবে। পাল্টা রাহুল বলেন, ‘‘কে সত্যি বলছে কে মিথ্যা বলছে তা দেশের মানুষ জানেন। অগ্নিবীর সেনা বাহিনীর কোন প্রকল্প নয়। এটা প্রধানমন্ত্রীর পরিকল্পনা।’’

রাহুল বলেন, ‘‘কৃষকদের জন্য নয় আদানি আম্বানিদের জন্য কৃষি আইন তৈরি করেছিল বিজেপি সরকার। ৭০০ কৃষক শহীদ হয়েছেন, তাদের স্মরণে লোকসভায় মৌনতা পালন করতে দেননি। কৃষকরা বলেছিল এমএসসির আইনি বৈধতা দিতে হবে, তাদের ঋণ মুকুব করতে। সরকার তাতে রাজি হননি। কিন্তু কর্পোরেটদের ঋণ মুকুব করেছে এই সরকার।’’

মঙ্গলবার এই প্রসঙ্গে রাহুলকে লোকসভার বাইরে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মোদী জামানায় সত্যের কন্ঠরোধ করা হয়। তারা যতই কন্ঠরোধ করার চেষ্টা করুক আমরা আমাদের কথা বলে যাবো।’’

 

Comments :0

Login to leave a comment