RG KAR

আর জি করের চিকিৎসকদের ডিউটি থেকে গণ-ইস্তফা

রাজ্য কলকাতা

আর জি করের চিকিৎসকদের ডিউটি থেকে গণ-ইস্তফা

জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আর জি কর হাসপাতালের সিনিয়ার চিকিৎসকরা ডিউটি থেকে গণ-ইস্তফা দিলেন। আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি সহ দশ দফা দাবিকে সামনে রেখে প্রায় দু’মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। জুনিয়ার চিকিৎসকদের পাশাপাশি সিনিয়ার চিকিৎসকরাও পথে নেমেছেন। মিছিল করেছেন। 
গত তিন দিন ধরে ডোরিনা ক্রসিং এর সামনে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। তাদের সেই অনশনে সামিল হয়েছেন সিনিয়ার চিকিড়সকরাও। এই আবহে আর জি কর হাসপাতালের প্রায় ৫০ জন চিকিৎসকের গণ-ইস্তফা আন্দোলনে বাড়তি মার্তা যোগ করেছে বলে মনে করছে অনেকে।


উল্লেখ্য এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা-মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়ার চিকিৎসকরা। কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তবে পুলিশ অনুমতি না দিলেও মিছিল হবে বলে জানিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। তারা জানিয়েছেন সেন্ট্রাল এভিনিউয়ের দিকে মেডিক্যাল কলেজের ৬ নং গেট থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল হবে। 

Comments :0

Login to leave a comment