DRAWING KIDS

ছবি আঁকল ছোটরা, গানে মুখর অনুষ্ঠান

কলকাতা

মাঠ ভরিয়ে তুলল ছোটরাই।

এক জায়গায় সবাই মিলে ছবি আঁকা। প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল এমনই। এলাকার শিশুরাই সফল করল সেই উদ্দেশ্য।

সিআইটিইউ, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় এলাকার মানুষের ভালো সাড়া পাওয়া গেছে।

রবিবার দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের দুর্গাপুর যুবক সংঘের মাঠে এই  প্রতিযোগিতা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারটি  গ্রুপের মোট  ১৭৪ জন  প্রতিযোগী তাতে  অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সঙ্গীতশিল্পী কাজি কামাল নাসের ,  সৌম্যজিৎ  মুখার্জি ও শৌভিক  শাসমল, বাচিক শিল্পী  বিবি চ্যাটার্জি।  দুপুর  থেকেই মাঠ  ভরে  ওঠে কচি কাচাদের  ভিড়ে । 

বিচারক ছিলেন চিত্রশিল্পী নারায়ণ দাস ও  শ্রাবণী দাশ চৌধুরী। যোগ দেন অধ্যাপক  সুজয় কৃষ্ণ চক্রবর্তী এবং চিকিৎসক সলিল চৌধুরীও।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন