SUGARCANE UP PROTEST

সংগ্রহমূল্য বাড়ল মাত্র ২০ টাকা, লড়াইয়ে নামছেন উত্তর প্রদেশের আখচাষীরা

জাতীয়

আখের সরকারি দাম বাড়ানোর দাবিতে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন উত্তর প্রদেশের কৃষকরা। রাজ্যের আখ বলয়, পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় যৌথ কর্মসূচি নিচ্ছে ভারতীয় কিসান ইউনিয়ন এবং সারা ভারত কৃষক সভা। 
ভারতীয় কিসান ইউনিয়নের জাতীয় সভাপতি নরেশ টিকায়েত বিভিন্ন কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সংযুক্ত কিসান মোর্চার ডাকে তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনেও ব্যাপক সমর্থন মিলেছিল দিল্লি ও হরিয়ানা সংলগ্ন উত্তর প্রদেশের পশ্চিম অংশের জেলাগুলিতে। 
দীর্ঘ দাবির পর যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার আখের নতুন দাম ঘোষণা করেছে। কিন্তু প্রতি একশো কেজি’তে মাত্র ২০ টাকা বাড়ানো হয়েছে দাম। কৃষকনেতারা বলছেন, যেভাবে খরচ বেড়ে চলেছে তাতে চাষের খরচ পর্যন্ত উঠবে না। প্রতি কুইন্টালে ৪৫০ টাকা ‘রাজ্য ঘোষিত মূল্য’ করার দাবিতে সরব সব কৃষক সংগঠন। 
গত সপ্তাহেই রাজ্য মন্ত্রীসভা সিদ্ধান্ত নিয়েছে যে আখের দাম বাড়ানো হবে। রাজ্যের সংগ্রহ কেন্দ্র এবং সুগার মিলে বিক্রির ক্ষেত্রে নতুন দাম কার্যকর হবে। কিন্তু কুইন্টালে মাত্র ২০ টাকা বেড়েছে দাম। আখের গুনমান অনুযায়ী কুইন্টালে ৩৫০ টাকা থেকে ৩৭০ টাকা দাম ঘোষণা করা হয়েছে। এরপরই ছড়ায় ক্ষোভ। 
যোগী আদিত্যনাথ যদিও বড় করে তাঁর সিদ্ধান্তের প্রচারে নেমেছেন। ভোটের আগে তিনি বলেছেন, সরকারের সিদ্ধান্তে ৪২ লক্ষ কৃষক উপকৃত হবে। 
পালটা কৃষক নেতারা বলছেন, যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রায় দশ বছরের শাসনে ব্যাপক মাত্রায় বেড়েছে সারের দাম। বেড়েছে জ্বালিনর খরচ। খেতে জল দেওয়া বা উৎপন্ন ফসল সংগ্রহ কেন্দ্রে নিয়ে যাওয়ার খরচ বেড়েছে লাফিয়ে। কৃষকদের জন্য কম দামে ডিজেল বিক্রি করা হয় না। এমনকি হরিয়ানা বা পাঞ্জাবে আখের সংগ্রহ মূল্য উত্তর প্রদেশের থেকে বেশি।

Comments :0

Login to leave a comment