চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে মোহনবাগান ক্লাবে নির্বাচনের মনোনয়ন পর্ব। নির্বাচন কমিটির প্রধান প্রাক্তন বিচারপতি অসীম রায় সোমবার সাংবাদিক সম্মেলনে জানান, ‘আগামী বুধবার পেপারে নোটিশ দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে মনোনয়ন পত্র বিলি।
২৯, ৩০, ৩১মে, জুন মাসের ২, ৩, ৪, ৫, ৯ এই কদিন চলবে মনোনয়ন পত্র বিলি। প্রাক্তন বিচারপতি বলেছেন, ১১ জুন স্কুটিনি হবে। ১২ ও ১৩ জুন মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ থাকবে।
তবে নির্বাচনের দিনক্ষনের ব্যাপার কিছুই খোলসা করা হয়নি এখনও। মনোনয়ন পত্র তোলার সময়ের প্রাক্তন বিচারপতি জানিয়েছেন যে, দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত তোলা যাবে মনোনয়ন পত্র।
mohunbagan election
বৃহস্পতিবার থেকে মনোনয়ন শুরু মোহনবাগানের

×
Comments :0