wakes up India

নিদ্রিত ভারত জাগে

জাতীয় রাজ্য

wakes up India

রোজ সকাল ৬ টায় পাড়ায় মোড়ে নিজের ছোট চায়ের দোকান খোলেন বাপি বিশ্বাস। আজ দোকান খুলতে বেজেছে প্রায় ৮টা। অনেকে ফিরে গিয়েছেন দোকান বন্ধ দেখে। কিন্তু তাতে কোন আক্ষেপ নেই ৫৪ বছর বয়সী এই চা বিক্রেতার। কারণ কাল সে রাত জেগেছে, দিন বদলের আশায়।
গোটা রাজ্য কাল রাত গেছে আরজি করের বিচার চেয়ে। দাবি উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের। সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন বাপি বিশ্বাস। রুবির মোড়ে রাত জেগেছে, স্লোগান দিয়েছেন।
তিনি বলেন, "একটা মেয়েকে মেরে দিলো। কি করে চুপ করে থাকবো।" পাশে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা একজন বলেন, "আমিও ছিলাম যাদবপুরে। আমার বাড়িতেও একটা মেয়ে আছে, কাল যদি ওর সাথে এরাম হয়!"
সত্যি, গোটা রাজ্য কাল একটা ইতিহাসের সাক্ষী থাকলো। মানুষ ইতিহাস রচনা করেছেন, করবেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা সমাজ কাল পথে নেমেছে, অন্ধকার কাটাতে মশাল মিছিল করেছেন মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে রা। একটাই দাবি সবার, বিচার চাই। দোষীদের শাস্তি চাই। যেই দোষী আড়াল করছে প্রশাসন সেই প্রশাসনের মাথায় থাকা মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠেছে। তাতে গলা মিলিয়েছেন বাপি বিশ্বাসের মতো হাজার হাজার মানুষ।

Comments :0

Login to leave a comment