সাইক্লোনের দাপটে অন্তত ১০ লক্ষ বাসিন্দাকে সরালো ফিলিপিন্স। সুপার টাইফুন ফাঙ-ওঙ আছড়ে পড়েছে দেশের উত্তর-পূর্ব উপকূলে।
সংবাদসংস্থা জানাচ্ছে বহু জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুৎ স্তম্ভ। বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল।
রবিবার বিকেলেও বহু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। নামানো হয়েছে সেনাবাহিনীকেও।
পরিবেশবিদরা বলছেন প্রায় ১৬০০ কিলোমিটার ছড়ানো এই সুপার টাইফুন। প্রশান্ত মহাসাগরীয় এই ঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা অত্যন্ত বেশি।
কিছুদিন আগেই ফিলিপিন্স এবং ভিয়েতনামকে তছনছ করেছে আরেক ঝড় কালমেগি। কেবল ফিলিপিন্সেই ২২৪ জনের প্রাণ গিয়েছিল। তার পরপরই আরেক ঝড়ের কবলে ফিলিপিন্স। রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি অবস্থা জারি করেছেন।
ফাঙ-ওঙ টাইফুনে সবচেয়ে গতি ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর। রবিবার রাতে অথবা সোমবার ভোরে ঝড়ের প্রধান অংশ আছড়ে পড়বে ইসাবেলা এবং অরোরা দ্বীপে। কিন্তু এখন পর্যন্ত ঝড়ের যতটা প্রভাব পড়েছে তাতেই বহু জায়গায় দৃশ্যপট আবছা হয়ে পড়েছে।
প্রশাসনের সবচেয়ে বড় শঙ্কা সেবু দ্বীপ এবং ঘন জনবসতির এলাকা রাজধানী ম্যানিলাকে নিয়ে। ঝড়ের প্রভাব এখানে সবচেয়ে বেশি পড়বে।
Super Cyclone Philippines
সুপার সাইক্লোনের মুখে ১০ লক্ষ বাসিন্দাকে সরালো ফিলিপিন্স
×
Comments :0