Iran fire festival killed 11

ইরানে আগুন উৎসবে মৃত ১১ জন, আহত ৩,৫০০ জন

আন্তর্জাতিক

পারসিক নতুন বছরের আগে ইরানে আগুন উৎসব উদযাপন করতে গিয়ে মৃত্যু হল প্রায় ১১ জনের, আহত হয়েছেন ৩,৫০০ জন। ইরানি ভাষায় আগুন উৎসবকে চাহার্শানবে সুরি বলা হয়। ইরানিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ মাসের শেষ মঙ্গলবার পালন করা হয় চাহার্শানবে সুরি। যদিও স্থানীয়দের দাবি গত একমাস ধরেই তারা এই উৎসব পালন করে থাকেন এবং বছরের শেষ মঙ্গলবার এই উৎসবের ইতি হয়।  


আগুন উৎসব পালন করতে গিয়ে গত ২০ ফেব্রুয়ারি মৃত্যু হয় ২৬ জনের, এবং মঙ্গলবার মৃত্যু হয় ১১ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই যুবক যুবতী বলে জানিয়েছেন আপদকালীন পরিষেবার মুখ্য আধিকারিক জাফর মিয়াদফর। চাহার্শানবে সুরি উৎসবে আগুনের ওপর থেকে লাফিয়ে একদিক থেকে অন্য দিকে যেত হয়। সেসময় আগুনের উদ্দেশ্যে তারা বলেন যে ‘আমি আমার সমস্ত হলুদটা (অর্থাৎ খারাপ) তোমায় দিলাম’ এবং ‘আগুনের কাছ থেকে লাল (অর্থাৎ জীবনটা) নিলাম’। ইতিহাসবিদরা বলেন ইরানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হওয়ার বহু আগে থেকেই এই উৎসব প্রচোলিত। মুলত অল্পবয়সীরা এই উৎসব পালন করে থাকেন। নিজরাই অগ্নিকুন্ড বানিয়ে নেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর পরিনতি হয়।

Comments :0

Login to leave a comment