DELHI BILL

দিল্লি নিয়ন্ত্রণের বিল পেশ লোকসভায়, তুমুল প্রতিবাদ

জাতীয়

DELHI CIVIL SERVICE BILL INDIAN POLITICS BENGALI NEWS

দিল্লির রাজ্য সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার বিল লোকসভায় পেশ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই মঙ্গলবার লোকসভায় বিল পেশ করেছেন তুমুল বিরোধিতার মধ্যে। 
 

দিল্লির নির্বাচিত রাজ্য সরকারের হাত থেকে আধিকারিকদের নিয়ন্ত্রণের ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার বিরুদ্ধে দিল্লির ‘আপ’ সরকার যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন্দ্রের নির্দেশিকা খারিজ করে। শীর্ষ আদালত বলে যে আধিকারিকদের বদলি এবং দায়িত্ব বন্টনের ক্ষমতা নির্বাচিত রাজ্য সরকারেরই। কেন্দ্র নিযুক্ত উপরাজ্যপালের নয়। শীর্ষ আদালতের রায় খারিজ করতে এর আগে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। এবার সেই অর্ডিন্যান্সকে পাকাপোক্ত আইনে পরিণত করতে পেশ হয়েছে বিল। অর্ডিন্যান্সের বিরুদ্ধে আরেকটি মামলা এখনও সুপ্রিম কোর্টের বিবেচনাধীন।


‘দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সংশোধন বিল, ২০২৩’ নামে পেশ হয়েছে এই বিল। কংগ্রেস সাংসদ এবং লোকসভায় দলের নেতা অধীর চৌধুরী বলেছেন, ‘‘দিল্লি সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মারাত্মক প্রয়াস এই বিল। আরএসপি সাংসদ এন প্রেমচন্দ্রন বলেছেন, ‘‘সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণা অমান্য করে পেশ হয়েছে এই বিল। সরকারের যদি আধিকারিকদের ওপর নিয়ন্ত্রণ না থাকে তার মানে দাঁড়ায় দিল্লিতে কোনও নির্বাচিত সরকারকেই থাকতে দিচ্ছে না কেন্দ্র।’’

ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নির্বিকার চিত্তে বলেছেন, ‘‘সংবিধান দিল্লির বিষয়ে সংসদকে আইন তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এই বিলের বিরোধিতার কোনও সাংবিধানিক ভিত্তি নেই, এই বিরোধিতা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে।’’

লোকসভায় বলতে না দেওয়ায় প্রতিবাদ জানান দিল্লিতে আসীন ‘আপ’-র সাংসদ সুশীল কুমার রিঙ্কু। তিনি লোকসভা অদ্যক্ষের উদ্দেশ্যে বলেন, ‘‘গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment