Dhaka Blast

ঢাকায় বিস্ফোরণে নিহত ১৫, আহত ১০০ ছাড়িয়ে

আন্তর্জাতিক

ঢাকায় লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। মঙ্গলবার বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, অন্তত ১০০ জন আহত বিস্ফোরণে। 

ঢাকার সিদ্দিক বাজারে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। মঙ্গলবার বিকাল ৪টা ৫০ বিস্ফোরণে কেঁপে উঠেছ বিশাল এলাকা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ জানাচ্ছে নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ,  ২ মহিলাও আছেন।

সাত তলা যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলায় বহু দোকান চলত। ওপরের তলায় একটি খাবার দোকান ছিল। বিস্ফোরণে ভেঙে পড়া অংশের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।

যেখানে বিস্ফোরণ ঘটেছে, তার কাছেই বিআরটিসির বাস কাউন্টার। ব্যস্ত ওই সড়কে যানবাহনের পাশাপাশি প্রচুর পথচারী ছিল সে সময়। বিস্ফোরণে আহতদের মধ্যে ওই ভবনের বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি বাসযাত্রী ও পথচারীরাও রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে যে সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা এবং ঢাকার মিরপুরে রোডে ভবনে বিস্ফোরণের পর এক সপ্তাহের মধ্যে তৃতীয় বিস্ফোরণে প্রাণহানি ঘটল। 

দমকল কর্তৃপক্ষ বলেছে, বিশেষজ্ঞরা তদন্ত করছেন। নাশকতা না কোনো দুর্ঘটনা বোঝা যাবে তদন্ত শেষ হলে।





 

Comments :0

Login to leave a comment