Shuvendu is only threatening with 'Bangladeshis' and 'infiltrators' in Nandigram.

নন্দীগ্রামে দেদার ভুয়ো, মৃত, ফরম বিলিতে বেনিয়ম, শুভেন্দু শুধু ‘বাংলাদেশি’, ‘অনুপ্রবেশকারী’ নিয়ে ভয় দেখাচ্ছেন

রাজ্য

নন্দীগ্রামের জেলিঙহ্যামের পরিত্যক্ত কারখানা লাগোয়া সাউদখালির বুথে ২৩জন মৃতর নাম আছে ভোটার তালিকায়। তাঁদের বেশ কয়েকজন প্রয়াত হয়েছেন বছর দেড়-দুই আগে। সবাই হিন্দু। একই ছবি হরিপুরে, ভেকুটিয়া, গোকুলনগরে। আবার অন্য অভিযোগ কেন্দেমারিতে। সেখানে অভিযোগ উঠেছে পঞ্চায়েতের তৃণমূল নেতা সেখ সাহাবুদ্দিনের বাড়ি ঘিরে। সাহাবুদ্দিনের স্ত্রী পঞ্চায়েতের প্রধান। তাঁর বাড়ি থেকে এসআইআর ফরম বিলি হয়েছে, অভিযোগ এমনই। যদিও সাহাবুদ্দিন মঙ্গলবার দাবি করেছেন,‘‘আমি বিএলও-কে চোখেই দেখিনি।’’ 
দুটি ক্ষেত্রেই শুভেন্দু অধিকারী চুপ। বিজেপি নীরব। জাল ভোটের ‘সুযোগ’ ছাড়তে চাইছে না বিজেপি’র নেতারা। তৃণমূলের ভোট জালিয়াতি রোখা তাদের লক্ষ্য নয়। কারণ, যে কোনও দিন তারা যেতে পারেন তৃণমূলে। তাই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ‘বাংলাদেশি’, ‘অনুপ্রবেশকারী’র মতো কথা বারবার বলে তারা একটি মেরুকরণ চাইছেন, যাতে তৃণমূলের লাভ হয়। তাদেরও কিছু লাভ হয়। বিজেপি’র এই কৌশলের মুখ হয়েছেন আরএসএস-এর পছন্দের শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর) প্রক্রিয়া শুরু হয়েছে। এদিনই কলকাতায় মিছিল করেছে তৃণমূল। সেই মিছিলে ছিলেন মমতা ব্যানার্জি। মিছিল উপলক্ষে আয়োজিত সভাতে তিনিও এসআইআর প্রক্রিয়াকে তীব্র আক্রমণ করেছেন। এদিনই সোদপুরে মিছিল করেছে বিজেপি। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। শুভেন্দু সেখানে বলেছেন,‘‘এরা এসআইআর ভন্ডুল করতে চাইছে। আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সরিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চাই। আমাদের মিছিল ভারতীয়দের পক্ষে মিছিল। আর মমতা ব্যানার্জি জামাতিদের নিয়ে মিছিল করেছেন।’’শুভেন্দু সহ বিজেপি’র নেতাদের মনোভাব, ভুয়ো, জাল ভোটদাতারা হিন্দু এবং এই দেশের বাসিন্দা হলে সমস্যা নেই। মৃত হিন্দু নাগরিকের নাম থাকলেও আপত্তি নেই। তাতে তৃণমূল দেদার জাল ভোট দেওয়ার সুযোগ পেলেও তাদের আপত্তি নেই। তাদের দাবি শুধু ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম’দের নাম বাদ দিলেই ভোটার তালিকা ত্রুটিমুক্ত হবে। মোদ্দা কথা—  ‘বাংলাদেশি’,‘অনুপ্রবেশকারী’ প্রভৃতি বলে সংখ্যালঘু মুসলমানদের আতঙ্কিত করাই শুভেন্দু এবং বিজেপি নেতাদের কৌশল।
সিপিআই(এম) সহ বামপন্থীরা দাবি করেছে সুষ্ঠ, নির্ভুল ভোটার তালিকার। মৃত, ভুয়ো নাম বাদ দেওয়ার দাবি তাঁদের। তাঁদের আরও দাবি প্রকৃত ভোটদাতাদের নাম ভোটার তালিকা থেকে থাকতেই হবে। মমতা ব্যানার্জি এদিনও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির দাবি করেননি। তিনি এসআই‌আর প্রক্রিয়ার জন্য বিজেপি’কে আক্রমণ করেছেন। অন্যদিকে শুভেন্দু গত কয়েকদিনের মতো মঙ্গলবারও এসআইআর মানে বোঝাতে চেয়েছেন,‘বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সরিয়ে’ ভোটার তালিকা বানানো। 
মঙ্গলবারও বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু উত্তর ২৪পরগনার সোদপুরে সে কথাই বলেছেন। অথচ উত্তর ২৪ পরগনারই দমদম, বারাকপুর, বারাসত সহ বিস্তীর্ণ এলাকার ভোটার তালিকায় রয়েছে অনেক মৃতদের নাম, ভুয়ো ভোটদাতা। এমন ছবি রাজ্যের অনেক বিধানসভাতেই আছে। তাহলে শুভেন্দু সেই নামগুলি বাদ দেওয়ার দাবি করছেন না কেন? এই প্রশ্ন উঠছে। দিনহাটা থেকে কাকদ্বীপ, রাজ্যের এমন অনেক বিধানসভা আছে, যেখানে তৃণমূল জালিয়াতি করে জিতেছে। পঞ্চায়েত কিংবা লোকসভা নির্বাচনেও তাই করেছে তৃণমূল। কিন্তু শুভেন্দু সেই সব এলাকার ভুয়ো, মৃত নামগুলিকে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার দাবি করছেন না।
প্রশ্ন উঠেছে, শুভেন্দু সহ বিজেপি নেতারা কেন মনে করছেন যে, ‘মুসলিম অনুপ্রবেশকারীদের’ সরালেই ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয়ে যাবে? কয়েকদিন আগে শুভেন্দু দাবি করেছিলেন এসআইআর-এর ভয়ে কয়েক লক্ষ মুসলমান পালাচ্ছে। সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি বিজেপি’র একটি লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং নাগরিকত্ব এক—  তা প্রমাণ করা।

Comments :0

Login to leave a comment