Ajker dine

আজকের দিনে ১৯৯২

খেলা

আজ ৪ ফেব্রুয়ারি । ১৯৯২ সালের আজকের দিনে ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও জেসিটি। ম্যাচটি ১-০ গোলে জিতেছিল মোহনবাগান। একমাত্র গোলটি এসেছিল আই এম বিজয়নের পা থেকে। মোহনবাগানের খেলা হলেও এইদিন ম্যাচটিতে বেশি পরিমাণে দর্শক উপস্থিত হয়নি। বর্ণহীন ম্যাচ হয়েছিল ওইদিন। ম্যাচে বিজয়ন গোল করলেও স্বমহিমায় দেখা মিলেছিল চিমার। মোহনবাগানে খেলা প্রথম বিদেশী চিনা ওইদিন নিজের জাত চিনিয়েছিলেন। অসংখ্য গোলমুখী শট। ম্যাচের ১৫ মিনিটের মাথায় তারই গোলার মতোই শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। মাঠের ভিতর ছাড়াও ওইদিন মাঠের বাইরে গ্যালারিতেও ঘটেছিল এক বিশেষ ঘটনা। মোহনবাগানের এক সমর্থক খেলার শুরু থেকেই চেঁচাতে শুরু করেছিলেন প্রেস বক্সের দিকে মুখ করে। তার দাবি মাঠে সমর্থকসংখ্যা এত কম কেন। বিজয়নের দৃষ্টিনন্দন গোল ও চিমার খেলা দেখার পর তিনি আর হা হুতাশ করেননি। প্রেস বক্সের দিকে তাকিয়ে তখন একটিই কথা বলেছিলেন তিনি ' আগামীবছরও চিমা মোহনবাগানে খেলবে তো? ' জেসিটির বিরুদ্ধে বিজয়নকে গোলের পাসটি বাড়িয়েছিলেন দেবাশীষ। গোলরক্ষক চরণজিত সিং গোলটি খাওয়ার পর পুরো দলকে নিয়েই অভিযোগ জানাতে থাকে রেফারির বিরুদ্ধে। ৬০ মিনিটে লাল কার্ড দেখেছিলেন জেসিটির দুইজন। অধিনায়ক দীপক কুমার ও পি এস ওয়ালিয়া।

একসময়ের দাপিয়ে বেড়ানো জেসিটি ক্লাব এখন টপ ডিভিশনের ফুটবল খেলেনা। আইএসএলের মতো কর্পোরেট প্রতিযোগিতার কচকচানিতে বিলুপ্তপ্রায় হয়ে গেছে জেসিটি - মাহিন্দ্রার মতো দলগুলি। ১৯৮৬ থেকে শুরু হওয়া পাঞ্জাব স্টেট সুপার লিগ প্রতিযোগিতায় অংশ নেয় জেসিটি।এই প্রতিযোগিতায় সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন তারা। বর্তমানে তারা আইলীগ ৩ ( তৃতীয় ডিভিশন) প্রতিযোগিতা খেলে। জাতীয় লীগ বা ন্যাশনাল ফুটবল লীগের ( বর্তমানে আই লীগ) প্রথম মরশুম ১৯৯৬ -৯৭ সালেই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল জেসিটি। ২০১১ সালে তাদের সিনিয়র দলটি বন্ধ হয়ে গেলেও তাদের অ্যাকাডেমি এখন খেলে আইলীগ ৩ এ। জেসিটির মতো ঐতিহ্যবাহী দলগুলোকে ভারতীয় ফুটবলের মূলস্রোতে ফিরিয়ে আনাটা খুবই প্রয়োজনীয়।

 

 

 

 

 

 

Comments :0

Login to leave a comment