রায়গঞ্জ শহরে সকাল থেকে ধর্মঘটের সমর্থনে মিছিল। দিেশজুড়ে ধর্মঘটের ডাক এভাবেই সাড়া দিয়েছে রায়গঞ্।
কেন্দ্রের শ্রম কোড এর সেই সঙ্গে ১৭ দফা দাবিতে রাজ্যে পালিত হচ্ছে ধর্মঘট। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশন সমূহের ডাকে দেশজুড়ে পালিত হচ্ছে এই ধর্মঘট। মুখত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট হলেও বরাবরের মতো শ্রমিক কর্মচারীদের প্রতিবাদের স্বরকে দমন করতে সক্রিয় রাজ্যের তৃণমূল সরকার। কিন্তু সরকারের চোখ রাঙ্গানি উপেক্ষা করে ধর্মঘটের পক্ষে হচ্ছে মিছিল। সাড়া মিলেছে জনতার
Comments :0