উত্তরে জলপাইগুড়ি রায়গঞ্জের পাশাপাশি ধর্মঘটের দিন সকাল থেকেই রাস্তায় বামপন্থী কর্মী সমর্থকরা।
বুধবার সকালেই বসিরহাটে বোটঘাট অবরোধ করলেন বামপন্থী কর্মী সমর্থকরা। সকাল থেকেই প্রভাব পড়েছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে।
সি আই টি ইউ সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশন সমূহের ডাকে বুধবার ধর্মঘট পালিত হচ্ছে সারা দেশে।
কেন্দ্রের শ্রম কোড এবং জনজীবনের সঙ্গে জড়িত ১৭ দফা দাবিতে এ রাজ্যে ধর্মঘটে যোগ দিয়েছেন শ্রমিক কৃষক খেতমজুর শিক্ষক রাজ্য সরকারি কর্মচারী ছাত্র যুব মহিলা এবং বিভিন্ন অংশ।
Strike Basirhat
সকালেই অবরোধ বসিরহাট বোটঘাটে

×
Comments :0