ভাদোদরায় সেতু ভেঙে পড়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। গুজরাটের ভাদোদরায় মাহিসাগর নদীর ওপর গম্ভীরা সেতু ভেঙে পড়ে।
বুধবার সেতু ভেঙে পড়ে একাধিক গাড়ি পড়ে যায় নদীতে। ভাদোদরা জেলার মুজপুর এবং আনন্দ জেলার গম্ভীরায় যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতু। কিন্তু সেতুর অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল বলে অভিযোগ।
সেতু ভেঙে ঝুলে পড়ে একটি ট্যাঙ্কার। তারপর একাধিক গাড়ি পরপর পড়ে যায় নদীতে। পড়ে যায় একটি চারচাকার গাড়ি। এক মহিলাকে দেখা যায় আর্ত চিৎকার করতে।
ভাদোদরার জেলা শাসক অনিল ধামেলিয়া বলেছেন একাধিক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নদী থেকে। দু’টি ট্রাক, একটি চারচাকার ভ্যান এবং একটি অটো রিক্সা জলে পড়ে যায়।
উদ্ধারে স্থানীয় পুলিশের পাশাপাশি নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ধামেলিয়া সংবাদমাধ্যমে বলেছেন যে যে জায়গায় ভেঙে পড়ে সেতু সেখানে নদীর গভীরতা কম ছিল।
উল্লেখ্য, এর আগে গুজরাটে মরবি ব্রিজ ভেঙে একশোর বেশি মানুষ মারা গিয়েছিলেন।
Comments :0