‘‘মার্কিন হুমকির কাছে মাথা নত না করে নিজেদের অবস্থান স্পষ্ট করুন ভারত।’’ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ হুমকি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে বললেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউল আলম।
তিনি বলেন, ‘‘আগামীকাল মোদী সরকারের নীতির বিরুদ্ধে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট। আবার একই সাথে আগামীকাল মার্কিন রাষ্ট্রপতির দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। ভারত সরকারকে ঠিক করতে হবে তাদের অবস্থান কি হবে। স্বাধীন ভারত সব সময় জোট নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, তা বজায় রাখতে হবে।’’
উল্লেখ্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারত সহ বিভিন্ন দেশের ওপর বাড়তি কর চাপানো হবে। ভারতের ওপর ২৬ শতাংশ বাড়তি কর চাপানো হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ব্রিক্সের বৈঠক থেকে যদি কোন পদক্ষেপ বা সিদ্ধান্ত ভারত সরকার নেয় তবে করের বোঝা আরও বাড়বে।
সিআইটিইউ নেতৃত্বের কথায় ভারত সরকার যদি মার্কিন চাপের কাছে মাথা নত করে তবে ভারতের আইটি সহ একাধিক ক্ষেত্রে মার্কিন প্রভাব বাড়বে। জিয়াউল আলম বলেন, ‘‘সব ট্রেড ইউনিয়ন এর বিরুদ্ধে সরব হয়েছে। কিন্তু ভারত সরকার নীরব। পরিষ্কার করতে হবে ভারত সরকারের অবস্থান।’’ তিনি বলেন, আগামীকালের ধর্মঘটে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সরব হবে গোটা দেশ।
CITU
মার্কিন রাষ্ট্রপতির হুমকির সমানে অবস্থান স্পষ্ট করুক ভারত : জিয়াউল আলম

×
Comments :0