Kalyan Chaubey

কল্যাণে ' অকল্যান '-র মুখে ভারতীয় ফুটবল

খেলা

বর্তমানে ভারতীয় ফুটবলে টালমাটাল পরিস্থতি। কিছুদিন আগেই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেস কনফারেন্সে এসে বাইচুং ভুটিয়া একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন বর্তমান এআইএফএফ ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) -র সভাপতি কল্যাণ চৌবের ব্যাপারে। থাইল্যান্ডের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচে জঘন্য পারফরমেন্সের পর থেকেই গোটা দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন কল্যাণ চৌবে। মানালো মার্কেজ বেশ কিছুদিন আগেই পদত্যাগ করেছেন ভারতীয় দলের কোচের পদ থেকে। ফেডারেশনের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এইরকম সিদ্ধান্ত নিয়েছেন মানালো। বিভিন্ন সমাজমাধ্যমে নতুন কোচের পদের জন্য আবেদন করে পোস্ট করেছে এআইএফএফ। এছাড়াও এর সঙ্গে যুক্ত হয়েছে OCI বা ওভারসিস সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার ( ভারতের বিদেশী নাগরিকত্ব ) ফুটবলাররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তারা ভারতের খেলতে চেয়ে আবেদনও করেছেন। তাই এই নিয়ম ভারতে প্রযোজ্য করার ক্ষেত্রেও কল্যাণকে দাবি জানিয়েছে গোটা ভারতীয় ফুটবলপ্রেমীরা। প্রায় ২৪জন OCI খেলোয়াড়ের সঙ্গে চুক্তির কথাও জানিয়েছিলেন কল্যাণ। তবে এই বিষয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার ' খেলো ভারত নীতি ' নামক একটি নীতি গঠন করেছেন গত ১জুলাই তারিখে। ভারতীয় পাসপোর্ট হোল্ডাররাই শুধুমাত্র দেশের হয়ে খেলতে পারবেন। এতদিন এইই ছিল নিয়ম। তবে এই নীতি গঠনের ফলে ভারতীয় ফুটবলে কিছু পরিবর্তনের আশ্বাস পাওয়াই যেতে পারে।

তবে কল্যাণ চৌবের আমলেই ভারতীয় ফুটবল ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করে চলেছে। এর কারণ হিসেবে উঠে এসেছে কিছুটা পক্ষপাতিত্বের প্রসঙ্গ। এফসি গোয়া ও ভারতীয় দলে একইসঙ্গে কোচিং করাচ্ছিলেন মানালো। ফলে সেই দলেরই বেশিরভাগ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছিল। স্ট্রাইকার পজিশনে এতটাই বেহাল দশা যে সদ্য কিছু মাস আগেই অবসর নেওয়া সুনীল ছেত্রীকে আবারো ফিরে আসতে হয়েছে জাতীয় দলের কর্তব্য পালনের জন্য। যোগ্য খেলোয়াড়দের সুযোগ না দেওয়ায় বেরিয়ে পড়েছে ভারতীয় ফুটবল দলের কঙ্কালসার চেহারাটা। এছাড়াও কলকাতার সাংবাদিক সম্মেলনে বাইচুং ভুটিয়া কল্যাণ চৌবের উপর আর্থিক দুর্নীতির অভিযোগেও এনেছিলেন। ইউথ ডেভলপমেন্টের ক্ষেত্রে একেবারেই উদাসীন ফুটবল ফেডারেশন। সঠিক পরিমাণ অর্থও খরচ করা হয়না দলে। তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনতে গেলে গোটা ফেডারেশনের গোটা ম্যানেজমেন্টকেই মজবুত করতে হবে একেবারে শিকড় থেকে। আগামী অক্টোবরে এশিয়ান যোগ্যতা অর্জন ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে নামবে ভারত। তবে সেই ম্যাচেও খুব একটা আশার আলো দেখছেননা ভারতীয় ফুটবলপ্রেমিরা। ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে সবার আগে মাঠের বাইরে ফেডারেশনের পারফরমেন্সের উন্নতি করাটাই প্রধান উদ্দেশ্যে হওয়া উচিত।

Comments :0

Login to leave a comment