NATUNPATA KABITA NILIMA SARKAR

নতুনপাতা কবিতা নীলিমা সরকার

ছোটদের বিভাগ

NATUNPATA KABITA NILIMA SARKAR 29 MAY

মনের কথা 
নীলিমা সরকার

বাঙালির এই রবীন্দ্রনাথ লম্বা সাদা দাড়ি
মা বলেন তাঁর সবকিছুতে বড্ড বাড়াবাড়ি
বাবা বলেন গদ্যে পদ্যে জ্ঞানের কী যে বহর
গল্প নাটক সবকিছুতে হিরে মানিক জহর
ইচ্ছে হলেই লিখে যেতেন পাতার পর পাতা
ছবির মতো ছড়ায় গেঁথে ভরে থাকত খাতা
গানে গানে গীতাঞ্জলি, আমার  ছেলেবেলা
পড়তে পড়তে ভুলে যেতাম বিকলবেলার খেলা
তা হলে মা তুমিই বলো, আমি কী যে লিখি
কোথায় পাব এমন কথা, নতুন কিছু শিখি
সবকিছু যে লিখেই গেছেন সকল কথার মাঝে
কেমন করে মনের কথা লিখব নতুন সাজে !

Comments :0

Login to leave a comment