NATUNPATA KABITA NIRMALENDHU SHAKHARU

নতুন পাতা কবিতা

ছোটদের বিভাগ

NATUNPATA KABITA NIRMALENDHU SHAKHARU 29 MAY

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
    

 নির্মলেন্দু শাখারু

 

বৃষ্টি-ভেজা সৃষ্টি নিয়ে
ছন্দ নিয়ে ধরার বুকে,
পড়ল ঝরে টাপুর টুপুর
সময় পেরোয় পরম সুখে!

বৃষ্টি তো নয় ইষ্টি কুটুম
সৃষ্টি যে তার নীল আকাশে,
তার সে শীতল পরশ পেয়ে
সবুজ আবার ফিরে আসে!

মিষ্টি মনের বৃষ্টি নাকি?
ভাবনা সবার ইষ্টি নিয়ে,
রাখবে খুশি--থাকবে ভালো
টাপুর গানে দেয় ভরিয়ে!

বৃষ্টি এলেই দৃষ্টি ফেরে
তাকে নিয়েই কাব্য-লেখা,
কৃষ্টি যে তার ভুবন জুড়ে
যাও যেখানে হবে দেখা।

Comments :0

Login to leave a comment