MUKTADHARA KABITA SK. AMANULLA

কবিতা মুক্তধারা শেখ আমানুল্লা

সাহিত্যের পাতা

MUKTADHARA KABITA SK AMANULLA 30 MAY

মৃত্যুকে ঘাড়ে করে
 

শেখ আমানুল্লা




মৃত্যুকে ঘাড়ে করে
জরাহীন রাস্তা পারাপার
ধূসর সময় বন্দি করে নেয় জীবন
ঘাসের ওপর শিশিরের মত জ্বলজ্বলে
দুঃখগুলো মিটি মিটি করে চায়
পাগলা ঘোড়ার মত সময়
ঢুকে পড়ে অসময়ের ঘরে
শূন্যে ওরা বাদুড়গুলো ডানা ঝাপটায়
ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে যায় রাস্তা
সেই জড়াহীন রাস্তা পার হতে হবে
মৃত্যুকে ঘাড়ে করে।



মৃত্যুকে ঘাড়ে করে পথ হাঁটা
বারুদের গন্ধে ফিকে হয় আকাশের আলো
ইস্পাত শপথে আর গলছে না আগুন
বেআইন টুঁটি টেপে আইনের
বাঘের মত গর্জন করে প্রকাশ্যে
অবেলায় নিশীতের ঘুম ভাঙ্গে
সমুদ্রের গর্জনেও পাহাড় ভাঙে না
বরং মৃত্যুকে ঘাড়ে করে আনে।

 


 

Comments :0

Login to leave a comment