Odisha Bus Accident

ওড়িশার বাস দুর্ঘটনায় মৃত ৪ যাত্রী পূর্ব মেদিনীপুরের

জাতীয়


ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃতদের চারজনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আহতদের মধ্যে অন্তত সাতজন এই জেলার।

মৃতেরা হলেন উত্তম মাইতি, (ভূপতি নগর), অচিন্ত্য মাইতি(এগরা), বর্ণালী বেরা দাস নন্দীগ্রাম, মনোজ ঘোষ (চন্ডিপুর), পঞ্চম জনের নাম জানা যায়নি। প্রশাসনের অনুমান তিনিও পশ্চিমবঙ্গের বাসিন্দা। 

আহতদের মধ্যে আছেন পূর্ব মেদিনীপুরের ভরত মন্ডল, (২০ ), গৌতম মন্ডল (৪০) , প্রণব বর্মণ ( ২২) বছর , গায়েত্রী মল্লিক –(৪২) বছর, সম্রাট মাইতি (২৩) লাকি জানা (৩৫) , গৌরি দুয়ারি – ৪৬) 

নবান্নে  খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বর: ০৩৩ ২২১৪৩৫২৪। 

বাসের নম্বর, ওডি/০২ডিজে ৮৫৯৯। মালিক সুবোধ ভুঁইয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।


নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রীজ থেকে নিচে পড়ে ওড়িশা থেকে কলকাতা গামী  যাত্রীবাহী বাস। ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। সোমবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরের কাছে বারাবতী এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কে৷ আহতদের মধ্যে একজন মহিলা ও চারজন পুরুষ বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহতদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে। কয়েকজন অবস্থা আশঙ্কাজনক খবর হাসপাতাল সূত্রে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে কটক থেকে দিঘায় আসছিল। জয়পুরের চিফ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার সংবাদ মাধ্যমকে জানান দুর্ঘটনায় আহতদের সংখ্যা ৪০ জন। বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, আহতদের কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জয়পুরের কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। শেষে পাওয়া খবরে জানা গেছে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনাস্থলে রয়েছে দমকলক বাহিনী। স্থানীয়ৈ উদ্ধার কাজে হাত লাগিয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Comments :0

Login to leave a comment