JHARKHAND ELECTROCUTION

ঝাড়খণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত রেলের ৬ ঠিকা শ্রমিক

জাতীয়

Jharkhand electrocution workers death bengali news

ওভারহেড তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে  প্রাণ হারালেন ভারতীয় রেলের ৬ ঠিকা শ্রমিক। মর্মান্তিকে এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ ডিভিশনে।

সোমবার সকালে ঝাড়খণ্ডের গোমো নিচিতপুর লাইনের ঝাড়খোর রেল গেটের কাছে একটি স্তম্ভে ওভারহেড তার লাগানোর  কাজ করছিলেন শ্রমিকরা। তখনই তারা বিদ্যুৎপৃষ্ট হন।

ভারতীয় রেল সুত্রে খবর, ওই স্তম্ভে যে শ্রমিকরা কাজ করছেন, তা রেল  জানত না। তাই বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়নি। ২৫ হাজার ভোল্ট হাই টেনশন তারে হাত দিতেই ছিটকে পড়েন শ্রমিকরা। 

Comments :0

Login to leave a comment