বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে সরকারি বাস। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কোনা এক্সপ্রেসওয়ের সাঁত্রাগাছি খেজুর তলায়। দুর্ঘটনায় জখম হয়েছে ছয়জন বাস যাত্রী। আহত বাস যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে সাঁত্রাগাছি খেজুর তলায় একটি বাইক আরোহী বাসের সামনে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারা একটি সিমেন্টের পিলারে সজোরে ধাক্কা মারে। বাসের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রী পড়ে গিয়ে আহত হন। ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজে হাত দেন স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় কোনা ট্রাফিক গার্ডের পুলিশ। যাদের আঘাত গুরুতর এমন ছয়জন বাস যাত্রীকে চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0