আসামে পথ দুর্ঘটনায় সাত ছাত্রের মৃত্যু। নিহতরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
গুরুতর আহত তিন ছাত্রকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় রবিবার রাত ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ভাড়া করা একটি স্করপিও গাড়িতে করে ১০ ছাত্র কলেজ থেকে বেড়িয়েছিলেন। তাদের গাড়িটি দ্রুত গতিতে ছলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে স্করপিও গাড়িটি। তারপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাত ছাত্রের মৃত্যু হয়। তিনজনকে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে’।
গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার দুর্ঘটনায় ৭ জন ছাত্রের মৃত্যু হয়েছে হবে জানিয়েছেন।
Comments :0