ভয়াবহ ভূমিকম্প তাইওয়ানে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৮ মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেই-তে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ৭.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ জাপান এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সেই ছবি। সামাজিক মাধ্যমে যে ছবি ছড়িয়ে পড়েছে তাতে বোঝা যাচ্ছে ভূমিকম্পে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বহুতল। হতাহতের খবর নিশ্চিত না হওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।
২৫ বছর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।
Comments :0