বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে নামছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ সুরুচি সংঘ। গত ২৮ জুলাই কলকাতা লিগের ডার্বির পর ফের একবার এই প্রতিযোগিতায় তারা নামছে। ওই ম্যাচের পর মোহনবাগান আইএফএ কে জানিয়েছিল যে , ডুরান্ড কাপে তাদের অনেক খেলোয়াড়ের নাম নথিভুক্ত থাকায় তাদের পক্ষে কলকাতা লিগ খেলা সম্ভব নয়। ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হারের পর এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছিল সবুজ মেরুন। ফলে আবারো কলকাতা লিগে নামবে তারা। গত ১৯ আগষ্ট মেসার্সের বিরুদ্ধে মোহনবাগান মাঠে ম্যাচ হওয়ার কথা থাকলেও তা পরবর্তি হয়ে নৈহাটি স্টেডিয়ামে দেওয়া হয়। তবে সেদিনও দল নামায়নি মোহনবাগান। মেসার্স র খেলোয়াড় , কোচ এবং ম্যাচ রেফারিরা এলেও অনুপস্থিত ছিল মোহনবাগান। তারপর বৃহস্পতিবার তারা আবারো খেলতে চলেছে এই প্রতিযোগিতায়। দুপুর ৩ টে থেকে খেলাটি হবে নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে।
Calcutta football League
কলকাতা লিগে নামছে মোহনবাগান

×
Comments :0