প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্রে ভোটের হার ৮১.৯১ শতাংশ। শুক্রবার ভোটদানের এই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, কোচবিহারে ৮২.১৭ শতাংশ, আলিপুদুয়ারে ৭৯.৭৬ শতাংশ এবং জলপাইগুড়িতে ৮৩.৬৬ শতাংশ ভোট পড়েছে।
শুক্রবার তিন কেন্দ্রের ভোটে বিভিন্ন এলাকায় গণ্ডগোল হয়েছে। কোচবিহারের দিনহাটায় স্থানীয় মহিলাদের বিক্ষোভে এলাকা ছাড়তে হয় রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা উদয়ন গুহকে। বিভিন্ন এলাকায় সংঘাত হয়েছে। আবার ভোটদাতা ভোটকেন্দ্রে গিয়ে দেখেছেন যে ভোটার তালিকায় নাম নেই। বলা হয়েছে তিনি মৃত।
নির্বাচন কমিশন যদিও বলেছে গোলমালের ঘটনা ‘বিক্ষিপ্ত’। ভোট মোটামুটি ‘শান্তিপূর্ণ’। তবে তিন কেন্দ্রে ভোটদানের মোট হার গতবারের তুলনায় কম। ২০১৯’র লোকসভা ভোটের তুলনায় প্রায় ২.৫ শতাংশ কম ভোট পড়েছে।
voter turnout first phase
প্রথম দফায় রাজ্যে ভোটদানের হার ৮১.৯১%
×
Comments :0