AFC Women's Asian Qualifiers

ভারতের গ্রুপে থাইল্যান্ড , মঙ্গোলিয়া ,ইরাকের মতো দল

খেলা

AFC-Womens Asian-Qualifiers- draw

২০২৬ এএফসি উইমেন্স ফুটবল এশিয়া কাপের যোগ্যতাঅর্জন পর্বের লড়াইয়ের আগে গ্রুপবিন্যাস অনুষ্ঠান হয়ে গেল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এএফসি হাউসে বৃহস্পতিবার। গ্রুপবিন্যাসের পর ভারত পড়েছে গ্রুপ ' বি ' তে। ওই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে থাইল্যান্ড , মঙ্গোলিয়া ,ইরাক ও তিমোর লেস্টে। এই গ্ৰুপের আয়োজক দেশ হল থাইল্যান্ড। নিয়মানুযায়ী প্রত্যেকটি গ্ৰুপেই একটি করে আয়োজক দেশের দল থাকবে । সেই দেশেই হবে সমস্ত ম্যাচগুলি। রাউন্ড রবিন পদ্ধতিতে ( প্রত্যেকটি দল খেলবে প্রত্যেকটি দলের সঙ্গে ) একটি পর্বেই হবে সমস্ত খেলাগুলি। চলতি বছরের আগামী ২৩জুন থেকে ৫জুলাই পর্যন্ত থাইল্যান্ডে হবে এই গ্রুপের সব ম্যাচগুলি। মোট ৮টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দলগুলি খেলবে ফাইনাল রাউন্ডে । যা হবে আগামী বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়াতে। আয়োজককারী  দেশ হিসেবে অস্ট্রেলিয়া, ২০২২ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চিন , ২০২২ এশিয়ান কাপ রানার্স দক্ষিণ কোরিয়া এবং ২০২২ এশিয়ান কাপের তৃতীয় স্থানাধিকারী দল জাপান সরাসরি খেলবে ২০২৬ এশিয়ান কাপে। গ্ৰুপ ' বি ' ছাড়াও অন্যান্য গ্ৰুপের মধ্যে গ্রুপ ' এ ' তে রয়েছে ইরান , জর্ডান , লেবানন , সিঙ্গাপুর ও ভুটান । এই গ্রুপের আয়োজককারী দেশ জর্ডান। গ্রুপ ' সি ' তে মায়ানমার , বাহরিন , বাংলাদেশ ও তুর্কমেনিস্তান। এই গ্রুপের আয়োজককারী দেশ মায়ানমার। গ্রুপ ' ডি ' তে চাইনিজ তাইপেই , ইন্দোনেশিয়া , কিজিক রিপাবলিক ও পাকিস্তান। এই গ্রুপের আয়োজককারী দেশ হল ইন্দোনেশিয়া। গ্রুপ ' ই ' তে ভিয়েতনাম , গুয়াম , সংযুক্ত আরব আমিরশাহি এবং মালদ্বীপ। এই গ্ৰুপের আয়োজককারী দেশ হল ভিয়েতনাম। গ্রুপ ' এফ ' এ উজবেকিস্তান , নেপাল , লাওস ও শ্রীলংকা। এই গ্রুপের আয়োজককারী দেশ হল উজবেকিস্তান। গ্রুপ ' জি ' তে ফিলিপিন্স , হংকং, কম্বোডিয়া ও সৌদি আরব। এই গ্রুপের আয়োজককারী দেশ কম্বোডিয়া। গ্রুপ ' এইচ ' এ উত্তর কোরিয়া , মালয়েশিয়া , প্যালেস্তাইন ও তাজাকিস্তান। এই গ্রুপের আয়োজককারী দেশ তাজাকিস্তান। ২০২৬ এশিয়ান কাপের ৮টি কোয়ার্টার ফাইনালিস্ট দলগুলি সরাসরি খেলবে ২০২৭ ফিফা উইমেন্স বিশ্বকাপে । যা হবে ব্রাজিলে।    

Comments :0

Login to leave a comment