Jalpuguri Rescue

নয়ানজুলি থেকে গাড়ি চালককে উদ্ধার স্থানীয়দের

জেলা

নয়ানজুলিতে পড়ে যাওয়া সেই গাড়ি। ছবি: দীপশুভ্র সান্যাল

এলাকাবাসীর তৎপরতায় প্রাণে বাঁচলেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক। জলপাইগুড়ির খড়িয়ার চেকপোস্ট এলাকায় চালককে দড়ি দিয়ে টেনে উদ্ধার করেন স্থানীয়রা।

বুধবার সকালে জলপাইগুড়ি পানডাপাড়ার চেকপোস্ট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এলাকার বাসিন্দারা চালককে দড়ি দিয়ে ভিতর থেকে বের করেন আটকে পড়া চালককে। এরপর পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। পুলিশ ক্রেন এনে গাড়িটিকে টেনে থানায় নিয়ে যায়। 

এদিন সকাল সাতটা নাগাদ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাওয়ার পথে চেকপোস্ট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় । চালকের বড় কোনও আঘাত লাগেনি।

Comments :0

Login to leave a comment