রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন জাভি আলোন্সো। গত ম্যাচে সোসিদাদের সঙ্গে ম্যাচে শেষে সমর্থকরা অশ্রুবিদারিত চোখে বিদায় জানিয়েছেন আনসেলত্তিকে। আগামী ১৯ জুন আল হিলালের বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ। তাই তরিঘড়ি আনা হল আলোনসোকে। আলোনসোর নির্দেশেই সই করানো হয়েছে ডিন হিউসেন , আর্নল্ডকে। আর এক লেফট ব্যাক আলভারো কারেরাস এবং মিডফিল্ডার স্টিলারের সঙ্গেও কথা প্রায় চূড়ান্ত। আনসেলত্তি জমানা শেষের সঙ্গে সঙ্গেই রিয়ালে শুরু হল আলোনসো জমানা।
Xavi Alonso
রিয়াল মাদ্রিদে যোগ দিলেন আলোন্সো

×
Comments :0