Arms Recovery

ওদলাবাড়িতে পরিত্যক্ত কুয়ো থেকে পিস্তল উদ্ধার

জেলা

উদ্ধার হওয়া পিস্তল।

বৃহস্পতিবার দুপুরে বাজারের একটি পরিত্যক্ত কুয়ো থেকে একটি ওয়ান সর্টার পিস্তল উদ্ধার করল মাল থানার পুলিশ। জানা গেছে,  এদিন সকালে স্থানীয় লোকজন ওই পরিত্যক্ত কুয়োর মধ্যে ওই পিস্তল দেখতে পায়। পুলিশকে খবর দিলে মাল থানার পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে নিয়ে যায়। মাল থানার আইসি জানান,  একটি ওয়ান সর্টার উদ্ধার হয়েছে। কিভাবে ওটি ওখানে এসেছে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত; ওদলাবাড়ি ঘিস নদীতে গত এক বছরে ৬টি সেনাবাহিনীর মর্টার সেল উদ্ধার হয়। পরে অবশ্য সেগুলো নিস্ক্রিয় করা হয়। তারপর এই পিস্তল উদ্ধার হতেই রহস্য তৈরি হয়েছে। কিভাবে এসব আসছে সেনিয়ে প্রশ্ন উঠেছে। 

Comments :0

Login to leave a comment