Chandigarh Municipality

চন্ডীগড়ের মেয়র ‘আপ’-র প্রার্থীই, বিজেপি’কে ধাক্কা সুপ্রিম কোর্টের

জাতীয়

আম আদমি পার্টি এবং কংগ্রেসের যৌথ প্রার্থী কুলদীপ কুমারই হবেন চন্ডীগড়ের মেয়র। বিজেপি’কে ফের বড় ধাক্কা দিয়ে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে মেয়র নির্বাচনে কারচুপি ধরা পড়েছে আদালতেই। নির্বাচনকে বাতিল করল সুপ্রিম কোর্ট। 
চন্ডীগড়ে মেয়র নির্বাচনে ‘আপ’ কাউন্সিলর কুলদীপ কুমারকে সমর্থন করে কংগ্রেস। যৌথ প্রার্থী হিসেবে তাঁর জয় নিশ্চিত ছিল। কিন্তু চন্ডীগড়ে নির্বাচন পরিচালনার জন্য মনোনিত করা হয় বিজেপি’র অনিল মাসিহকে। ভোটের পর ‘আপ’-র ৮ কাউন্সিলরের ব্যালটে কাটা চিহ্ন দিয়ে দেন তিনি। গোটাটাই ধরা পড়ে যায় ক্যামেরায়। মঙ্গলবারও সেই ভিডিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দেখেছে। 
এর আগেই বিজেপি’র মাসিহের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। বিজেপি নেমে পড়ে বিপক্ষের জনপ্রতিনিধি কিনতে। সুপ্রিম কোর্ট সরাসরিই বলেছে যে ‘ঘোড়া কেনাবেচার স্পষ্ট প্রমাণ রয়েছে।’ 
চন্ডীগড়ের ভোট আলোড়ন ফেলেছে সারা দেশে। প্রধানমন্ত্রী নিজে যখন স্লোগান দিচ্ছেন চারশো আসন পারের, বিজেপি’র রাজনীতির আসল চেহারা তখনই ফের প্রকাশ হয়ে পড়েছে।

Comments :0

Login to leave a comment