Kejriwal arrest

১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজত কেজরিওয়ালের

জাতীয়

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আজ এই রায় দেয়।
আজ শুনানি চলাকালীন ইডির পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন যে সেন্থিল বালাজির মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের আলোকে সিবিআই আর হেফাজতের আবেদন করছে না।
এসভি রাজু যুক্তি দিয়েছিলেন যে লক-আপে কেজরিওয়ালের আচরণ ‘‘সম্পূর্ণ অসহযোগিতামূলক’’ ছিল এবং তিনি কর্তৃপক্ষর প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি কাণ্ডের তদন্তকে বিভ্রান্ত করছেন বলেও দাবি করেন তিনি। ‘‘ভবিষ্যতে আমাদের হেফাজতের প্রয়োজন হতে পারে। এটাই (বিবৃতির) একমাত্র উদ্দেশ্য,’’ এসভি রাজু আদালতকে বলেন।
অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে ভগবত গীতা, রামায়ণ এবং সাংবাদিক নীরজা চৌধুরীর তিনটি বই বহন করার অনুমতি দেওয়ার আবেদন করেন।

Comments :0

Login to leave a comment