BJP leader’s remark on Rajasthan polls stirs row

রাজস্থানে নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

জাতীয়

রাজস্থানে ২৫ নভেম্বর হতে চলা বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে বিজেপি সাংসদ রমেশ বিধুড়ির একটি বিবৃতি বিতর্কের জন্ম দিয়েছে। মঙ্গলবার টঙ্কে এক জনসভায় বিধুড়ি দাবি করেন, ‘‘গোটা দেশের পাশাপাশি পাকিস্তানও রাজস্থানের নির্বাচনের দিকে নজর রাখছে। লাহোর টঙ্ক আসনের দিকে নজর রাখছে’’।
উল্লেখ্য, কংগ্রেস বিধায়ক তথা রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট টঙ্ক কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন। দক্ষিণ দিল্লির সাংসদ আরও অভিযোগ করেন যে টঙ্কের লোকেরা নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) সদস্যদের আশ্রয় দেয়। তিনি আরও বলেন, 'লাহোর এখানকার নির্বাচনের দিকে নজর রাখছে। নির্বাচনের পর লাহোরে যেন লাড্ডু বিতরণ না করা হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি দাবি করেন, ‘‘হামাসের মতো সন্ত্রাসীরাও’’ আসন্ন নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখছে।

Comments :0

Login to leave a comment