RASHTRAPATI BHAVAN

এবার নাম বদল রাষ্ট্রপতি ভবনের ‘অশোক হল’, ‘দরবার হল’-র

জাতীয়

‘ভারতীয় সংস্কৃতি ও ভাবধারাকে’ জাগিয়ে রাখতে হবে। এই যুক্তিতেই ফের নাম বদল। এবারের নাম বদল একেবারে রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনের ‘দরবার হল’-র নাম বদলে হলো ‘গণতন্ত্র মণ্ডপ’। আর ‘অশোক হল’-র নাম বদলে হলো ‘অশোক মণ্ডপ’।
সাধারণতন্ত্র প্রতিষ্ঠার পর ব্রিটিশ শাসনের এই নামকরণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জানিয়ে সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতি ভবন। কিন্তু দেশের সংবিধান অনুযায়ী সাধারণতন্ত্র বা জনতার রাজের ধারণাকে বিজেপি সরকার কতটা গুরুত্ব বাস্তবে দেয়, উঠেছে সে প্রশ্নও।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের এই দুই ঐতিহ্যময় কক্ষের নাম বদলে নির্দেশিকা জারি করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 
রাষ্ট্রপতি ভবনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রাষ্ট্রপতির বাসভবন এবং দপ্তর রাষ্ট্রপতি ভবন জাতীয় প্রতীক এবং জনতার অমূল্য ঐতিহ্য। এটিকে জনতার জন্য খুলে দেওয়ার একাধিক প্রচেষ্টা চলছে। রাষ্ট্রপতি ভবনকে ঘিরে ভারতীয় সংস্কৃতি এবং ভাবধারার প্রতিফলন ঘটানোর প্রয়াসও জারি রয়েছে।’’ 
সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই দুই ভবনের নাম বদলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন রাষ্ট্রপতি। বিবৃতিতে বলা হয়েছে, ‘দরবার’ শব্দের মানে ব্রিটিশ শাসকের বিচারসভা। ভারত সাধারণতন্ত্র হওয়ার সঙ্গে সঙ্গেই এই ধারণা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।’’ 
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য, ‘‘দরবারের ধারণা না থাকলেও দেখা যাচ্ছে এ দেশে ‘শাহেনশাহ’ ধারণা রয়েছে।’’    
রাষ্ট্রপতি ভবনের বিবৃতিত বলা হয়েছে, ‘‘অশোক শব্দের মানে শোকবিহীন। সম্রাট অশোকের ঐক্য এবং সহাবস্থানের নীতির মর্মার্থ রয়েছে এই শব্দে। জাতীয় প্রতীক তিন সিংহ অশোকের সারনাথ থেকে নেওয়া। অশোক গাছও বোঝায় এই শব্দ যা ভারতের ধর্মীয় পরম্পরা এবং শিল্প সংস্কৃতির পরিচয় দেয়। ‘অশোক হল’ থেকে ‘অশোক মণ্ডপ’ করলে ভাষার সাযুজ্য থাকে এবং ইঙ্গকরণ মুক্ত হয়। সেই সঙ্গে ‘অশোক’ শব্দের মুখ্য ধারণা বজায় থাকে।’’    
বিরোধীরা বিভিন্ন সময়েই বলেছেন দেশের গণতান্ত্রিক পরম্পরা এবং সাংবিধানিক গণতন্ত্রের ধারণা খর্বই করছে বিজেপি সরকার। ‘অহিংসা’-র পরম্পরা ভেঙে রাজনৈতিক ধর্মীয় হিংসাকে সমর্থন করছে বারবার। জনতার কাছে জবাবদিহির ধারণা রয়েছে সংসদীয় গণতন্ত্রের মূলে। কিন্তু সেখানেই বিরোধী স্বরকে দমন করা হচ্ছে। সরকার জবাবদিহির দায় এড়িয়ে যাচ্ছে। নাম বদলও সংবিধানের দৃষ্টিভঙ্গি অনুসারে হচ্ছে তা নয়। হচ্ছে আরএসএস’র সনাতন হিন্দু সংস্কৃতির ধারণা থেকে।

Comments :0

Login to leave a comment